মুক্তিযুদ্ধে খেতাব

মহান মুক্তিযুদ্ধে অবদানের  স্বীকৃতি স্বরূপ আত্মত্যাগকারী কিছু দেশপ্রেমিক মানুষ ছিলেন যারা দেশের জন্য প্রাণ দিতে একফোঁটাও চিন্তা করেননি।জীবন বাজি রেখে প্রানপন লড়ে গেছেন শুধু একটি সোনার বাংলাদেশের স্বপ্নে।  আর সেই সব মহান মানুষদের রাষ্ট্র বিভিন্ন ভাবে সর্বোচ্চ খেতাবে ভূষিত করেছে। নিম্নে দেওয়া হলো:


স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্যবীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন? ৪২৬ জন
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? জন
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? ৬৮ জন
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর এই জেলায় - চাঁপাইনবাবগঞ্জ
দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচিয়তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানবীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়? জন
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহি
বীরপ্রতীকখেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন- তারামন বিবি
বীর প্রতিক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা কে? ডব্লিউ এস ওয়াডারল্যান্ড
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি কী? বীরশ্রেষ্ঠ
নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে কেবীর প্রতীকখেতাব লাভ করে? ডা: সেতারা বেগম
স্বাধীনতা যুদ্ধেবীর প্রতীকখেতাবপ্রপ্ত দুজন নারীর নাম কি? তারামন বিবি . সেতারা বেগম
সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা- শহীদুল ইসলাম লালু
শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান একজন- বীরশ্রেষ্ঠ
মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাববীরশ্রেষ্ঠআনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? ১৫ ডিসেম্বর ১৯৭৩
তারামন বিবি (বীর প্রতীক) কোন সেক্টরে যুদ্ধ করেন? ১১
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্যবীর বিক্রমউপাধি লাভ করেন- ১৭৫ জন
বীর প্রতীকখেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা- ডব্লিউ. . এস. ওডারল্যান্ড
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়? চাঁপাইনবাবগঞ্জ
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভোলা
টিয়ার্স অব ফায়ারকি? মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন? ১৯৭২
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্রটি নিমার্ণ করেন কে? জহির রায়হান
‘September of Jessore Road’—
কবিতার রচয়িতা কে? Allen Ginsberg

Related posts

Archive

Popular posts