বঙ্গবন্ধুর জীবনী থেকে  গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। পার্ট-২: 


প্রশ্ন পর্যবেক্ষণে দেখা গেছে বিসিএস সহ  বিভিন্ন সরকারি চাকুরী পরীক্ষায় বঙ্গবন্ধু বিষয়ক প্রশ্ন থাকেই। তারই ধারাবাহিকতায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পার্ট-২ নিয়ে আজকের এই পোস্ট। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে তাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির স্বার্থে ।



> শেখ মুজিবের বাবার নাম-শেখ লুতফর রহমান

>
শেখ মুজিবের মায়ের নাম-সায়েরা খাতুন

>
শেখ মুজিবের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ ১৭ মার্চ জাতীয় শিশু দিবস পালন করা হয় বঙ্গবন্ধুর জন্ম দিনকে শিশু দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন , নীলিমা ইব্রাহিম

>
শেখ মুজিবের চার বোন দুই ভাই ছিলেন

>
শেখ মুজিব ভাই বোন দের মধ্যে তৃতীয় ছিলেন

>
শেখ মুজিবের ডাক নাম খোকা

>
শেখ মুজিবের উচ্চতা ছিল ফিট ১১ ইঞ্চি

>
শেখ মুজিব বেরি বেরি রোগে আক্রান্ত ছিলেন

>
১৬ জানুয়ারি ১৯৩৮ সালে শের--বাংলার গোপালগঞ্জ মিশন স্কুল পরিদরশনের সময় সাক্ষাত হয়

>
১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর ফরিদপুরে কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করে বন্দি হন

>
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শেখ মুজিব জেলে ছিলেন জেলখানা থেকে বিবৃতি প্রদান করেন

>
১৯৬৪ সালের ১১ মার্চ শেখ মুজিবের নেতৃতে সর্ব দলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়

>
শেখ মুজিব ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি কারাগারে অনশন শুরু করেন

>
শেখ মুজিব ১৯৫৩ সালের ১৬ নভেম্বর আওয়ামী মুস্লিম লীগের কাউন্সিল অধিবেশনে সাধারন সম্পাদক নির্বাচিত হন

>
শেখ মুজিব ১৯৫৪ সালে ১০ মার্চ সাধারন নিরবাচনে ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন লাভ করে

>
শেখ মুজিব ১৯৫৪ সালের এপ্রিল যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়

>
শেখ মুজিব ১৯৫৪ সালের ১৪ মে যুক্তফ্রন্ট সরকারের কনিষ্ঠ মন্ত্রি হিসেবে যোগদান করেন

>
শেখ মুজিব ১৯৫৫ সালের জুন পাকিস্তানের গণপরিষদের সদস্য নির্বাচিত হন

>
শেখ মুজিব ১৯৫৫ সালের ১৭ জুন পলতনের জন সভায় পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবী করেন

>
১৯৫৫ সালের ২১ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের বিশেষ কাউন্সিল অধিবেশনে ধর্ম নিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহন করে মুস্লিম শব্দটি প্রত্যাহার করে নতুন নামকরন করেন আওয়ামী লীগ

>
১৯৬৪ সালের ১১ মার্চ শেখ মুজিব এর নেত্রিত্তে সর্ব দলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়

>
১৯৬৬ সালের ১৮ মার্চ আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে দফা গ্রিহিত হয়

>
১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা ক্যান্তন ম্যান্তে সার্জেন্ট জহুরুল হক কে হত্যা করা হয়

>
১৯৬৯ সালের ২৩ মার্চ শেখ মুজিবকে সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়

>
১৯৬৯ সালের ২৫ মার্চ রাওয়াল পিণ্ডিতে গোল টেবিল আলোচনা ব্যর্থ হয়ার পর আইয়ুব ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হ্যান্ডঅভার করেন

>
১৯৭১ সালে ২৭ জানুয়ারি জুলফিকার আলী কয়েক দফা আলোচনা করেন

>
১৯৭১ সালের ১৩ ফেব্রুয়ারি ইয়াহিয়া বেতার ভাষণে জাতীয় পরিষদের নির্বাচনের আহব্বান করেন

>
১৯৭১ সালের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়

>
১৯৭১ সালের মার্চের কালজয়ী ভাষণ প্রদান করেন

>
শেখ মুজিব ১৯৭১ সালে ২৬ মার্চ বাংলাদেশের সাধিনতা ঘোষণা করেন

>
১৯৭১ সালের ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন

>
শেখ মুজিবকে ১৯৭১ সালের ২৬ মার্চ বন্দি করে পাকিস্তানে নিয়ে যান

>
জানুয়ারি ১৯৭২ পাকিস্তান থেকে মুক্তি পেয়ে পিয়াইয়ের বিমানে করে লন্ডন- হিথরো বিমান বন্দরে অবতরন করেন যান তখন ব্রিটেনের প্রধান মন্ত্রি ছিল উইলিয়াম অ্যাডওয়াড হিথ ১০ জানুয়ারি ব্রিটেনের রাজকীয় কমেট বিমানে ভারতে আসেন তখন ভারতের রাস্ত্রপতি ছিলেন ভিপি গিরি

>
১০ জানুয়ারি ১৯৭২ স্বদেশ প্রত্যাবর্তন দিবস

>
১০ জানুয়ারি রাতে ১৯৭২ রাস্ত্রপতির দায়িত্ত গ্রহন করেন

>
১২ জানুয়ারি ১৯৭২ সংসদীয় কাঠামো প্রবরতন করে মন্ত্রি পরিষদ গঠন করা হয় শেখ মুজিব দেশের প্রধান্মন্ত্রি নিজুক্ত হন

> ২৬ মার্চ ১৯৭২ শোষণহিন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়

>
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়

>
১৯৭২ সালের নভেম্বর গণপরিষদে খসড়া শাসনতন্ত্র অনুমোদিত হয়

>
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়

>
১৬ ডিসেম্বর ১৯৭২ গণপরিষদ বাতিল করা হয়

>
নতুন সংবিধানের আলোকে মার্চ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯২ টি আসন লাভ করে

>
২৩ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসঙ্গে বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন

>
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়




Related posts

Archive

Popular posts