কিছু আজব সাহিত্যকর্ম যেগুলো প্রায় একই নামের কিন্তু লেখক ভিন্ন 

আজব পৃথিবীতে লেখক নিজেই জানেনা তার সাহিত্যকর্মের যে নাম টি দেয়া হয়েছে তা আরেকটা বিখ্যাত কোনো সাহিত্যকর্মের নামের প্রায়ই মিল। আর এক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের পরতে হয় মহা ঝামেলায়। আমরা বিভিন্ন সাহিত্যকর্মের নাম গুলো এবং লেখকের নাম মুখস্থ করে থাকি।তাই যদি আমরা না জানি প্রায় একই নামের সাহিত্যকর্ম কোনগুলি তাহলে পরীক্ষায় ভুল হবার সম্ভাবনা থেকেই যায়।আশা করি সবাই উপকার পাবেন ইনশাআল্লাহ।



1. Prometheus Unbound

Ans: এই একই নামে গ্রীক নাট্যকার Aeschylus এবং Romantic কবি P.B. Shelley দুজনই নাটক রচনা করেছিলেন

2. (a) Troilus and Creseyde = A poem by Geoffrey Chaucer
    (b) Troilus and Cressida  = A tragedy by William Shakespeare

3.  Under the Greenwood Tree

Ans: এই নামে Thomas Hardy একটি উপন্যাস লিখেছেন এবং William Shakespeare তার “As           You Like It” কমেডির ডায়ালগে এটি লিখেছেন যা একটি কবিতা হিসেবে ধরা হয়

4. (a) Antony and Cleopatra = William Shakespeare
    (b) Caesar and Cleopatra = G.B. Shaw

5. Ulysses

Ans: এই নামে Alfred Tennyson একটি কবিতা রচনা করেছেন এবং James        
        Joyce একটি উপন্যাস রচনা করেছেন

6. (a) The Old Man and the Sea = A novel by Ernest Hemingway
    (b) The Old Man at the Zoo   = A novel by Angus Wilson

Related posts

Archive

Popular posts