বিখ্যাত সামাজিক নাটক ও নাট্যকারের নাম 


বিখ্যাত সামাজিক নাটক ও নাট্যকারের নাম জানা থাকলে প্রতিটা শিক্ষার্থীদের উপকার হয়। বিসিএস সহ  বিভিন্ন সরকারি চাকুরী পরীক্ষায় প্রশ্ন থাকেই। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে তাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির স্বার্থে ।


1. অমৃত লাল বসুব্যাপিকা বিদায়
2. আসকার ইবনে শাইখপ্রচ্ছদপট
3. আনিস চৌধুরীমানচিত্র ( ১৩৭০ বাং)
4. গিরিশ চন্দ্র ঘোষপ্রফুল্ল (১৮৮৯)
5. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরঅলীক বাবু
6. তুলসী লাহিড়ীছেঁড়া তার, দুঃখীর ইসান
7. দীনবন্ধু মিত্রনীল দর্পন (১৮৬০)
8. দ্বিজেন্দ্রলাল রায়পুনর্জন্ম
9. নূরুল মোমেননয়াখান্দান
10. বিজন ভট্টাচার্যনবান্ন
11. মীর মোশারফ হোসেনজমিদার দর্পন (১৮৭৩)
12. মুনীর চৌধুরীচিঠি (১৯৬৬), দন্ডকরণ্য(১৯৬৬)
13. রাম নারায়ন তর্করত্নকুলিনকুল সর্বস্ব (১৮৫৪)
14. রবীন্দ্র নাথ ঠাকুরচিরকুমার সভা (১৩০৮বাং)
15. সৈয়দ ওয়ালী উল্লাহবহ্নিপীর (১৯৬০)

Related posts

Archive

Popular posts